আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ । উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন প্রেস ক্লাবের সভাপতি এনায়েত ফকির মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন প্রসাদ সাহা ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস। এ কর্মসূচির আওতায় মোট ৩৫৩০ জন কৃষককে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি করে সরিষার বীজ। উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ কৃষকদের মাঝে সময় মতো কৃষি বীজ সার বিতরণের জন্য কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন প্রসাদ সাহাকে ধন্যবাদ জানান।