![InShot_20231001_200113651](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/10/InShot_20231001_200113651.jpg)
নির্বাচনই এখন মূল লক্ষ্য, আর্থিক খাতের সংস্কার ভোটের পর; এ কথা জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস উইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান তিনি।
সালমান এফ রহমান জানান, রিজার্ভ কিংবা বৈদেশিক মুদ্রার বিনিময় পুরোপুরি বাজারভিত্তিক না হলেও আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি নিয়ে সমস্যা হবে না। ঋণ না পেলেও সমস্যা নেই। ঋণের চেয়ে এখন নির্বাচনই বেশি গুরুত্বপূর্ণ।
বিডায় এর আগে সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। রিজার্ভ বাড়াতে রিজার্ভ বাড়াতে রফতানি ও প্রবাসী আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক।