নিজ দেশ আর্জেন্টিনার ফুটবল ক্লাব জিমনেসিয়ার সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট। গত বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনায় কোচিংয়ে ফেরেন ডিয়েগো ম্যারাডোনা। কয়েক মাসে জিমনেসিয়ার সঙ্গে প্রতিপক্ষ ভক্তদের উত্তাপ খুব ভালোভাবে টের পেয়েছেন তিনি। কোচের ‘গরম’ চেয়ার খুব একটা উপভোগ্য না হলেও জিমনেসিয়ার দায়িত্বে আরও এক বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। বুধবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে জিমনেসিয়া।
গত মৌসুমের শুরুতেই বিপদে পড়েছিল আর্জেন্টাইন ক্লাবটি। কঠিন অবস্থার মধ্যে ২০১৯ সালের সেপ্টেম্বরে লা প্লাতায় পা রাখেন ম্যারাডোনা। তিনি দায়িত্ব নেয়ার আগে ক্লাবটি প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হার ও এক ড্র করে আসরে ছিল কঠিন চাপের মধ্যে।
ম্যারাডোনা যে খুব বেশি উন্নতি করতে পেরেছেন তা নয়, তবে কিছু ভালো ম্যাচও উপহার দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ। আর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে হওয়া আর্জেন্টিনার লীগে অবনমন তুলে দেয়ায় সামনের মৌসুমের আসরে টিকে আছে জিমনেসিয়া। দলকে ভালো কিছু দিতে ম্যারাডোনাও থেকে গেলেন লা প্লাতায়। তার এক বছরের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ক্লাবটি তাদের টুইটার অ্যাকাউন্টে। কোচ ম্যারাডোনার অধীনে ২০১০ বিশ^কাপ খেলতে যায় মেসি-তেভেজের আর্জেন্টিনা। পরে কোচের দায়িত্ব নিয়ে ম্যারাডোনা পাড়ি দেন মধ্যপ্রাচ্য ও মেক্সিকোয়।