আর্জেন্টিনার একটি ক্লাবে খেলার প্রস্তুাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ।
আর্জেন্টিনার থার্ড ডিভিশনের ক্লাব সোল দা মায়ো ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন তিনি।
জানা যায়, সোল দা মায়ো ক্লাবটি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার লিগে খেলে।
মেসিদের দেশের কোনো ক্লাব থেকে খেলার প্রস্তাব পাওয়াকে অনেক বড় ব্যাপার হিসেবে দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।
Drop your comments: