
বাসুদেব বিশ্বাস,বান্দরবান : মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেল হাজতে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে মামলার শুনানীর জন্য প্রথমে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়, পরে তাকে আবার অন্য মামলার শুনানীর জন্য বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় বিচারকরা শুনানী শেষে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। এসময় আদালত চত্বরে কঠোর অবস্থানে ছিল পুলিশের সদস্যরা আর বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আরসা প্রধান আতাউল্লাহ আবু আমার জুনুনিকে কারাগারে নেয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্যোশে বলেন, রোহিঙ্গারা আরকানের জমি পাবে, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মোহামাদু ইউনুছ যা করছে সেজন্য শুকরিয়া আদায় করেন। প্রসঙ্গত: গত ১৮ই মার্চ নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আমার জুনুনি গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আর তার বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (স্কোয়াড্রন লিডার) রিজওয়ান রুশদী হত্যা মামলা ও নাইক্ষ্যংছড়ি থানায় র্যাবের এক সদস্যকে আয়ত করার একটি মামলা রুজু রয়েছে। বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট পুলিশ, পরিদর্শক মো.রেজাউল করিম মজুমদার আতাউল্লাহ আবু আমার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।