বাংলা এক্সপ্রেস ডেস্কঃ বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতকে সুগন্ধি বাংলামতি চাল, মৌসুমি ফল ও টাটকা শাকসবজি উপহার দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার একটি কার্গো বিমানের একটি ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরব আমিরাতকে পাঠানো উপহারের মধ্যে রয়েছে- বাংলামতি চাল, তরমুজ, আনারস, ঢেঁড়স, আলু, লাউ, শসা ইত্যাদি।
বাংলামতি চাল সরবরাহ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট আর অন্যান্য ফলমূল ও সবজি বন্দোবস্ত করেছে কৃষি মন্ত্রণালয়।