মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে ‘আমি মুহাম্মদকে (সা.) ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদ সদস্য ইমান আর রহমানি। গতকাল রোববার কসোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশ নেন সেলফ ডিটারমিনেশন মুভমেন্ট দলের এই সংসদ সদস্য। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে এমনটি জানানো হয়েছে।
এই মাস্ক পরার দুটি কারণ উল্লেখ করে আর রহমানি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রসংবলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তাঁর এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী (সা.)-এর জন্মের মাস অতিবাহিত করছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে আর রহমানি লেখেন, ‘প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবী মুহাম্মদ (সা.) মানবজাতির মুক্তির দূত।’