বিদেশগামী কিংবা প্রবাসীদের জীবন সহজ করার লক্ষ্যে ‘আমি প্রবাসী লিমিটেডে’র সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে সরকারের আইসিটি বিভাগ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমি প্রবাসী লিমিটেড জানায়, এদিন ঢাকার আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে আইসিটি বিভাগের যুগ্মসচিব মো. আতাউর রহমান খান এবং আমি প্রবাসী লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও নামির আহমেদ নুরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন।
‘আমি প্রবাসী’ অ্যাপের মতো স্মার্ট একটি প্রকল্প নিয়ে কাজ করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আমি প্রবাসী লিমিটেডকে ধন্যবাদ জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, “যারা রেমিটেন্স পাঠাচ্ছে, তারাই কিন্তু আজকে এই মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
আমি প্রবাসী অ্যাপে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, মার্কেটপ্লেস, রেমিট্যান্স সুবিধাসহ আরও নতুন নতুন পরিষেবা সংযোজন করা হবে উল্লেখ করে জুনায়েদ আহমেদ পলক বলেন, “স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে এখন থেকে আইসিটি বিভাগ আমি প্রবাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।”
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সরকারি-বেসরকারি অংশীদারিত্বে উভয়পক্ষের সমান দায়িত্ব ও অংশীদারিত্বের ওপর গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রবাসীদের সব সুবিধা একই প্লাটফর্ম আসতে শুরু করায় অনলাইন সেবা পেতে শুরু করেছে বিদেশগামী কিংবা প্রবাসীরা। ইতিমধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ফলাফলও পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৫০ লাখ ব্যবহারকারী আমি প্রবাসী অ্যাপ থেকে সেবা পেয়েছেন।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘আমি প্রবাসী’ অ্যাপ এবং ওয়েব পোর্টালের বিভিন্ন ফিচার ও সাফল্য তুলে ধরেন নামির আহমেদ নুরি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহসহ আরও অনেকে।