সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের নেতাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সভার আয়োজন করেছে মিসর। মঙ্গলবার এ সভার আয়োজন করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে আমিরাত ও ইসরাইলের নেতাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সভার আয়োজন করেছে মিসর। এছাড়া রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতকে কেন্দ্র করে বিশ্বশক্তিগুলো ইরানের পরমাণু চুক্তি পুনরায় চালু করতে চাচ্ছে, এ বিষয়টি ওই ত্রিপক্ষীয় সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল।
লোহিত সাগরের কাছে শরম আল শেইখ রিসর্টে এ ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক (আবুধাবির ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন জায়েদের মধ্যে এ সম্মেলন হয়।
রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের এক মাস পরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরসনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জ্বালানি, খাদ্য ও বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি আর ইরান ইস্যুকে কেন্দ্র করে এ সভাটির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার পরেও মিসর, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত মূলত রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।
সূত্র : ডেইলি সাবাহ