নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আমিরাত বিএনপি ও শারজাহ শাখা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত ঘরবন্দী কর্মহীন প্রবাসীদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) বেশ কিছু লেবার ক্যাম্পে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করতে গিয়ে কিছুসংখ্যক পেকেট বিতরণ করে বাকি গুলা কয়েকটা লেবার ক্যাম্প ও কর্মীদের স্ব-স্ব স্থানে গিয়ে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়।
ত্রাণ বিতরণি কার্যক্রমে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির প্রবীণ নেতা আলহাজ শরাফত আলী, আমিরাত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী সালাম খান,বিএনপি নেতা জাকির হোসেন খতীব, মুস্তফা মাহমুদ। শারজাহ বিএনপি থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নূরনবী ভূইয়া। সভাপতি শাহাদাৎ হোসেন সুমন। সিনিয়র সহ সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি এসএম মোদাচ্ছের শাহ্ সাধারণ-সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি সহিদুল ইসলাম সহিদ, নুরুল হুদা বাবুল, নুরুল আলম নুরু, ইমরান, রুবেল প্রমুখ।