বর্তমান সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের খবর আজ পুরো বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাবের কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে৷ সম্প্রতি তাদের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক মামলায় গ্রেফতার রয়েছেন৷ এভাবেই বিশ্ববাসী বাংলাদেশের অনির্বাচিত সরকারের অপরাধকে চিহ্নিত করছে৷ এখন তাদের উচিৎ নিজেদের মান সম্মানের দিকে তাকিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া৷
পবিত্র মাহে রমযান উপলক্ষে আমিরাত বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ছালাম তালুকদারের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, টেলি কনফারেন্সে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব-নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদআলীমুকিব, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেইন।
এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল আলম, উপদেষ্টা রফিক চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস খালেদ, সহ-সাধারণ সম্পাদক সোলাইমান, ফারুক হোসাইন, সেলিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, প্রকৌশলী করিমুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যেকোনো আন্দোলনে আমিরাত বিএনপি দেশের জনগণের সঙ্গে আছে৷ বিএনপির আগামী দিনের সকল কর্মসূচিকে বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা৷
ইফতার পূর্ববর্তী দোয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সারাদেশে আটক নেতাকর্মীদের মুক্তি চেয়ে মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন ফুজিরা বিএনপি’র সভাপতি এম সিরাজুল ইসলাম, আল-আইন বিএনপি’র সভাপতি সওকত উসমান রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন নাহার স্বপ্না, শারজাহ বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরণ, দুবাই বিএনপি’র সদস্য সচিব মজিবুল হক মঞ্জু, ফুজিরাহ বিএনপি’র সাধারণ সম্পাদক সোলাইমান, আল-আইন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান (আতা) ইউ.এ.ই বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম টিপু, ইউ.এ.ই বিএনপি’র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, শারজাহ বিএনপি’র ১ম সহ-সভাপতি মোহাম্মদ সরোয়ার, সহ-সভাপতি মোদাচ্ছের শাহ, ফজিরাহ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মজিবুল হক।
সংযুক্ত আরব আমিরাত যুবদলের সভাপতি ফরিদ আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক বাবু নীল রতন দাস, সিনিয়র সহ- সভাপতি সরকার আহাদুজ্জামান, ইউ.এ.ই জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ইউ.এ.ই কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এফ এ সোহেল চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, ১ম যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শেখ রেমন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোশারফ হোসেন, মেহরাজ হোসনে, মোহাম্মদ আলী সোহেল, মোঃ মেজবাহ, ইমাম হোসেন ইমন, মিজানুর রহমান মিজানসহ অনেকে।