ক্ষমতায় থেকে নির্বাচন করার আকাঙ্খা পূরণ হবে না৷ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিতে বর্তমান সরকারকে বাধ্য করা হবে৷ সেই আন্দোলনে প্রবাসী বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবে৷
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আয়োজনে বনভোজনে আমিরাত বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন৷
রফিকুল আলম ও জাহাঙ্গীর আলম রুপুর যৌথ সঞ্চালনায় বনভোজন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, আমিরুল ইসলাম এনাম, আব্দুর রশিদ, মাহে আলম, আব্দুল কুদ্দুস খালেক প্রমুখ।
স্বাধীনতা ও জাতীয় দিবসের আয়োজনে ছিল খেলাধুলা, বিজয় র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমিরাতের প্রতিটি প্রদেশ থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন৷
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান৷