আমিরাত প্রবেশের স্থগিতাদেশ ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরব আমিরাতের বিমান সংস্থা আল ইতিহাদ আজ সোমবার জানিয়েছে বাংলাদেশসহ ৪ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিট বুকিং দেওয়া ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এর আগে ১২ মে থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল সংযুক্ত আরব আমিরাত।
আমিরাত থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী ফ্লাইট চলবে। এসব দেশ থেকে কূটনীতিক মিশন, গোল্ডেন ভিসাধারীরা অনুমতিক্রমে আমিরাতে প্রবেশ করার সুযোগ রয়েছে।
Drop your comments: