সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নিজ বাসায় ৩ প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যুর কারণ জানা গেছে। আজ ১২ ডিসেম্বর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে জেনারেটর থেকে নিঃসৃত গ্যাসের ধোঁয়ায় মারা গেছেন বলে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে একই ঘর থেকে ৩ প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
স্থানীয় প্রতিবেশী মুহাম্মদ মাসুদ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট পেয়ে ৩ প্রবাসীর লাশ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেছি৷ অন্যান্য অফিসিয়াল কাজ সম্পন্ন করে লাশ দেশে পাঠানো হবে৷’
মৃত ৩ জন হলেন চট্টগ্রাম চন্দনাইশের হাশিমপুর এলাকার গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলি এলাকার আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। ৩ জনই বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে কর্মরত ছিলেন।