বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩০ আগস্ট থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এই উপলক্ষে দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) দেশটির প্রধানমন্ত্রীর আহ্বানে বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব। এসময় ১০ লক্ষাধিক শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহোযোগিতা দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে আগামী ৩০ আগস্ট।
Drop your comments: