নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় ৭১ হাজার মানুষের শীরের করোনা টেস্টের পর ৭১৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ৩ জন মৃত্যুবরণ করেছেন ও ৭০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫০৮৫৭ জন, মৃত্যুবরণ করেছেন ৩২১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৯৮৫৭ জন।
পহেলা জুলাই থেকে আমিরাতের সকল মসজিদ খুলে দেওয়া হয়েছে। জুমার নামাজের স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বহাল থাকবে। মসজিদ চালু হলেও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ইমাম ,মুয়াজ্জিন ও মসজিদ কর্তৃপক্ষের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।
Drop your comments: