সংযুক্ত আরব আমিরাতে আবারও করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৩১ হাজার ৪৮২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে; সুস্থ হয়েছেন ৬৩২ জন।
মঙ্গলবার আমিরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশটিতে সর্বমোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৫৪ হাজার ৯১১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৬০ জন; সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৫৬৫ জন।
আমিরাতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তবে নতুন করে আবারো করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের। যারা দেশে গিয়েছিলেন, তাদের ফেরাও কঠিন হয়ে যাবে। ফ্লাইটের ভাড়া বেড়ে যাওয়াও তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিধিনিষেধে আরোপ হলে কর্মহীন হয়ে পড়তে পারেন, এ শঙ্কায় তাদের দিন কাটছে।
এদিকে, আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি) ভ্রমণের ক্ষেত্রে ‘সবুজ তালিকা’ আপডেট করেছে। অন্য দেশের যাত্রীদের করোনার আরটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দাখিল করতে হবে। করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য বিভাগ।
সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনা উপসর্গ ধরা পড়ে।