আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য ১৫ জুন) থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হবে। দেশটির শ্রম নীতির অংশ হিসেবে মানব সম্পদ মন্ত্রণালয় এই কর্মসূচী ঘোষণা করেছে।
মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি অব্যাহত থাকবে।
মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।
উক্ত আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।