বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ আমিরাতের রাজধানী লাইফ কেয়ার হাসপাতালে বাংলাদেশি এক রোগীর সুস্থ হওয়া নয় যেন মিরাকাল! দীর্ঘ ১১৫ দিন আইসিইউতে ভেন্টিলেটরের সাপোর্টে থাকার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার স্থানীয় ইংরেজি পত্রিকা গালফ নিউজের বিশেষ প্রতিবেদনে ৫৫ বছর বয়সী আবু তাহের ইসমাইল নামের ভাগ্যবান এই বাংলাদেশির চিকিৎসার বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে তার ছেলে আবুবকর সিদ্দিকের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, করোনা পজিটিভ হওয়ার পর তাকে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে লাইফ কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডাক্তার আবিস জানান, ‘ করোনায় রোগীর লাঞ্চ ডেমেজ করে দেয়। এছাড়াও কিডনি জনিত সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত ব্রেইন স্টোক করেন।’ বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। শীঘ্রই বাসায় ফিরে যাবেন বলে চিকিৎসক জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত করোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি দেশের মধ্যে একটি। দেশটির স্বাস্থ্য সেবা ইতোমধ্যে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ৯০ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।