
দীর্ঘদিন হাটহাজারী সমিতির সংস্কার ও পুনর্গঠনের কার্যকলাপ শেষে সর্ব সম্মতিক্রমে হাটহাজারী সমিতির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একাধিক বৈঠকের পর সর্বসম্মতিক্রমে কমিউনিটি সর্বজন শ্রদ্ধেয় রেমিট্যান্স বিশেষ অবদান রাখা জসিম উদ্দিন তালুকদার সিআইপিকে আহবায়ক, বিশিষ্ট ব্যাবসায়ী তরুন উদ্যোক্তা ও সংগঠক মুজিবুল হক মঞ্জুকে সদস্য সচিব করে ৫৫ জনের কমিটি ঘোষণা করা হয়েছে। সমিতির প্রতিষ্টাতা সভাপতি নজরুল হাসান আহবায়ক কমিটির সকলের নাম ঘোষণা করেন এবং তিনি বলেন আমাদের লক্ষ উদ্যাশ্য হবে আমিরাতের আইন কানুন মেনে হাটহাজারী বাসিকে ঐক্য বদ্ধ রেখে মানবতার কাজ করা, যার মধ্যে হাটহাজারী প্রবাসীদের সুখ, দু:খ আনন্দ বেদনার সাথী হব আমরা, এগিয়ে যাব হাটহাজারী বাসি বিশেষ করে যারা সমিতির সদস্য থাকবেন তাদের যে কোন প্রয়োজনে , হতে পারে প্রবাসে চাকরির সমস্যা, হতে পারে চিকিৎসা সেবা, হতে পারে হাটহাজারি প্রবাসী সদস্যদের বাড়িতে কোন সমস্যা, গরীব মেধাবীদের পড়া লিখা, বিশেষ করে প্রবাসিদের লাশ পাঠাতে যেসব প্রতিবন্ধকতা এক কথা মানবতার পক্ষে আমরা একসাথে কাজ করব। নাছির উদ্দিন চৌধুরী বলেন হাটহাজারী আমার, আমি হাটহাজারীর এই স্লুগান সামনে রেখে সবাইকে একসাথে কাজ করতে হবে।নবগঠিত আহবায়ক বলেন চট্টগ্রামের মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ থানা তবে তার বিশালতা অনেক যেখানে রয়েছে বিশ্ব বিখ্যাত লোকজন, ধর্মীয় নেতা, যারা ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। প্রবাসে ও যাথে হাটহাজারীর ভাবমূর্তি উজ্জ্বল হয় সে দিখে লক্ষ রেখে আমাদের পথচলতে হবে।
সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু বলেন আপনারা আমাকে যেই গুরুত্বপূর্ণ দায়ীত্ব দিয়েছেন তার মান রেখে আমি সবাইকে ঐক্যবদ্ধ রেখে সমিতিকে মানবতা সংগঠনের লক্ষ্যে পৌঁছাতে আমার সর্বোচ্চটা দিয়ে যাব। মাওলানা নাছির উদ্দিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টান শেষ হয়।