নিজস্ব প্রতিবেদকঃ আমিরাতে ঈদের জামাত না হলেও প্রত্যেকটি মসজিদ থেকে ঈদের তাকবীর ধ্বনি ধ্বনিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আজ মঙ্গলবার (২১ মে) স্থানীয় গণমাধ্যমে উক্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয় নামাজের সময়ের অন্তত ১০ মিনিট আগ মুহূর্ত থেকে তাকবীর ধ্বনি ধ্বনিত হবে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে ১৭ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য মসজিদ বন্ধ রয়েছে। পবিত্র ঈদুল ফিতরেও মসজিদ বন্ধ থাকবে। ঈদের জামাত মসজিদ কিংবা ঈদগাহে হবে না।
ঈদের নামাজ প্রত্যেকে ঘরে পড়তে আমিরাত সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে নির্দেশনা জারী করা হয়েছে।