ফিটনেস ধরে রাখতে জিম অনেক আগেই শীর্ষে উঠে এসেছে। শুধু ফিটনেস নয় শরীর চর্চার এই মাধ্যম এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা হচ্ছে জিমে অংশগ্রহন কারিদের নিয়ে। যুবকদের মাঝে বেশ জনপ্রিয়তাও পাচ্ছে প্রতিযোগিতাটি।
এসব বিবেচনায় নিয়ে আমিরাতের দুবাইস্থ বাংলাদেশি মালিকানাধিন “স্টার জিম সেন্টার” গত ১৮ ডিসেম্বর বাংলাদেশি, মিশরি, ফিলিপিনো, ইন্ডিয়ান ও পাকিস্তানি জিম সদস্যদের জন্য এক বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করে।
মোট চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, ১৭০ উর্ধে মেন’স ফিজিক্স, ১৭০ এর নিচের মেন’স ফিজিক্স, ৭৫ উর্ধে বডি বিল্ডিং এবং ৭৫ এর নিচের বডি বিল্ডিং ।
স্টার জিম সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ মোহাম্মদ সোহাগ জানান, বাংলাদেশি প্রবাসীদের ফিটনেসের প্রতি উদ্বুদ্ধ করতেই মূলত: এই আয়োজন। তিনি আরো বলেন এই জিমে প্রায় ৬০ জনের মত বাংলাদেশি সদস্য রয়েছেন তবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মত মাত্র ৭ জন পাওয়া গিয়েছে। তিনি চান বাংলাদেশিরা যেন বিদেশিদের মত ফিটনেস এর প্রতি আর আগ্রহ দেখায়, এতে করে নিজের শরিরও ভাল থাকে, পাশাপাশি এটাকে আন্তর্জাতিক পর্যায়ে পেশা হিসেবেও নিতে পারে।
আন্তর্জাতিক সিলভার বিজয়ী ইসহাকের সঞ্চালনায় বিচারক হিসেবে ছিলেন সৌদি অ্যাথলেটস এর প্রাক্তন সিনিয়র উপদেষ্টা মোহাম্মেদ নাসের, এবং অল ইন্ডিয়া ২ বারের গোল্ড মেডালিস্ট মুরশিদ কে ইউ।
অনুষ্ঠান শেষে বিজয়িদের মাঝে মেডাল ও ট্রোফি বিতরন করা হয়।