সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ চাঁদ দেখা যায় নি। আগামী সোমবার আমিরাতে পবিত্র ঈদ-উল- ফিতর উদযাপিত হবে। তাই আমিরাতের সাতটি প্রদেশ জুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ঈদের জামাতের সময়সূচীর ঘোষণা দেওয়া হয়। শুক্রবার আমিরাতের সকল মসজিদে মসজিদে জুমার খুতবার পর ঈদের জামাতের সময় ঘোষণা করা হয়।
জামাতের সসময়সূচী:
আবুধাবি: সকাল ৬.০৩ টা, আল আইন : সকাল ৫.৫৭ টা দুবাই: সকাল ৬.০০, শারজাহ: সকাল ৫.৫৮ টা, আজমান : সকাল ৫.৫৮ টা, ফুজাইরাহ: সকাল ৫.৫৮ টা, উম্ম আল কুয়াইন: সকাল ৫.৫৭ টা, এবং রাস আল খাইমা: সকাল ৫.৫৬ টা৷
ঈদের জামাত সুষ্টভাবে সম্পন্ন করার জন্য বড় বড় ঈদগাহ ও মসজিদ গুলোতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্হা গ্রহণ করেছে। আবুধাবীতে আবুধাবীর ক্রাউন প্রিন্স ও ইউ এ আর্ম ফোর্সের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবীস্হ শেখ জায়েদ গ্রান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করে আল মুশরিফ প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গেরর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুবাইতে- আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশেদ আল মকতুম দুবাইয়ের আল জাবিল মসজিদে নামাজ আদায় করে জাবিল প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।