
সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ সমিতি শারজার হলরুমে সংগঠনের সভাপতি হাজি আব্দুল করিম সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশার।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহিদুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইফ প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠক। আমিরাতে বহুবছর থেকে সংগঠনের সামজিক ও মানবিক কার্যক্রম চলমান রয়েছে। প্রবাসে ছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ পাশে দাঁড়ায়। সংগঠনের আয়োজনে আমিরাতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় এবং ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটে।
দেশ-বিদেশে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।