সংযুক্ত আরব আমিরাতে চীনা কোম্পানি সিনোফার্মের কোভিড-১৯ টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের চলতি মাস থেকে বুস্টার ডোজ হিসেবে এ টিকা নেওয়া যাবে।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ টিকাটি যৌথভাবে উৎপাদন ও বিতরণ করবে আমিরাতের গ্রুপ ৪২ ও চীনের জাতীয় ফার্মাসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) একটি শাখা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমিরাতভিত্তিক একটি গবেষণায় সিনোফার্মের ইনঅ্যাক্টিভ টিকার দুটি ডোজ গ্রহণকারীদের অন্তর্ভুক্ত করার পর এ অনুমোদন দেওয়া হলো।
Drop your comments: