বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ ইউ এ ই’র উপদেষ্টা ও বাংলাদেশ সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র আজমান, ইউএই’র সভাপতি ইব্রাহীম ওসমান আফলাতুন বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-২০১৯) হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ বিজনেস ফোরাম -বিবিএফ, ইউ. এ. ই’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিবিএফ এর প্রধান উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী, উপদেষ্টা জসিম উদ্দীন মল্লিক ও ইঞ্জিনিয়ার জহির রায়হান, সভাপতি কামাল হোসাইন খান সুমন, সিনিয়র সহসভাপতি মনসুর খলিল, সহসভাপতি মিহির ব্রাগনোরা ও মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর চৌধুরী ও আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শামীম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক কবি ওবাইদুল হক, শিল্প ও বানিজ্য সম্পাদক মোহাম্মদ আব্বাস প্রমূখ।
উল্লেখ্য, আরব আমিরাতের ২৬ প্রবাসীসহ ৫৭জনকে আগামী দুই বছরের জন্য সিআইপির মর্যাদা দেওয়া হয়েছে।