বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আবুধাবি বিএনপি।
সোমবার স্থানীয় একটি বলরুমে আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তারেক হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আমিরাত বিএনপির সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর ৭৪ এর দুর্ভিক্ষসহ নানা রকম প্রতিকূলতার কারণে দেশ যখন তলা বিহীন জুড়িতে পরিনত হয়েছিল টিক সেই মূহুর্তেই আবির্ভাব হয়েছিল ক্ষণজন্মা এই নেতার। তিনি এসেই কাল খাটা কর্মসূচি, কৃষির উপর জোড় দেওয়া, জনশক্তি রপ্তানি র মাধ্যমে রেমিট্যান্স আয় সহ বহুবীদ জনকল্যাণমুখী সিদ্ধান্তে র মাধ্যমে দেশকে স্বনির্ভর করেছেন।’
তিনি আরও বলেন, ‘শুধু দেশে নই সার্ক গঠনের মাধ্যমে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছিলেন জিয়াউর রহমানের নেতৃত্ব। চিন্তা ও কর্মে জিয়া ছিলেন একজন দার্শনিক রাষ্ট্রনায়ক জিয়ার ঘোষণায় স্বাধীনতার তূর্যধ্বনি।’
অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও মধ্যপ্রাচ্য স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী র অন্যতম সদস্য আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়াল খালি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইছহাক চৌধুরী ,বোয়ালখালি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুজন, আজমান বিএনপির সভাপতি শাহীনুর শাহিন, আব্দুল কুদ্দুস খালেক, মুছাফফা বিএনপির সভাপতি রুহুল আমিন, নূর হোসেন সুমন, আবুধাবি বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল বাশার, আমিনুল ইসলাম টিপু, আমিরাত যুবদলের সাধারণ সম্পাদক বাবু নীল রতন দাস, আমিরাত যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, আবুধাবি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক মনছুর, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান সাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কুরআনে খতম ও বিশেষ মোনাজাত করা হয়৷