
সংযুক্ত আরব আমিরাতে শিশুদের অবহেলা বা নির্যাতন করলে জেল জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটিতে গতকাল রবিবার (৩০ মে) শিশু অধিকার কোর্টের প্রসিকিউটর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আমিরাতের শিশু অধিকার ২০১৬ সালের আইনের ৩ অনুচ্ছেদের ৩৫ ও ৬০ ধারা মুতাবেক শিশুকে অবহেলা করলে জেল জরিমানা করা হবে। তিনি বলেন, শিশুর প্রতি তার অবিভাবক যত্নশীল না হলে, শিশুদের নির্যাতন করলে এমনকি মানসিক চাপ দিলে জেল হওয়ার পাশাপাশি ৫ হাজার দিরহাম জরিমানা করার বিধান রয়েছে।
শিশু অধিকার ও শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
Drop your comments: