রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী কল্যাণ সমবায় সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুবাইয়ে সংগঠনের সভাপতি হাশেম শেখের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল।
বিষেশ অতিথি ছিলেন মহিউদ্দিন ইকবাল, হাজি কামাল উদ্দিন, সৌরভ হোসাইন, এম এ হাসান, সাইফুর রহমান, আনিসুর রহমান, আব্দুল কাদের, আব্দুল খালেক৷
এসময় বক্তারা বলেন, ‘অসংখ্য প্রবাসী আছেন যারা এক যুগ যুগ ধরে কাজ করে শূন্য হাতে দেশে ফেরেন। সঞ্চয় করার মতো মানসিকতা ও সুযোগ না থাকায় দেশে ফিরে দিশেহারা হয়ে পড়েন৷ এসব বিবেচনা করে প্রবাসীদের নিয়ে এই সমবায় সমিতি করা হয়েছে। গত এক বছরে সমিতির সদস্যদের ফান্ডে ১ লাখ ৬০ হাজার দিরহাম জমা হয়েছে।’
কনস্যুলেটের প্রথম সচিব কাজী ফয়সাল বলেন, ‘দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পেছনে প্রবাসীদের ভূমিকা সরকার সম্মানের সঙ্গে স্মরণ করে। নিজেদের জন্যও সামান্য সঞ্চয় করা খুবই জরুরি।’
তিনি পাসপোর্ট সেবা সম্পর্কে বলেন, ‘পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে প্রবাসীরা আরও দ্রুত সেবা যাতে পান সেজন্য ‘পাসপোর্ট এক্সপ্রেস’ সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। তাতে করে প্রবাসীরা মাত্র ১০ দিনে ই-পাসপোর্ট পেয়ে যাবেন।’