নিজস্ব প্রতিবেদকঃ আজ শুক্রবার সন্ধ্যায় আমিরাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সংযুক্ত আরব আমিরাতসহ আশপাশের কয়েকটি দেশে পবিত্র রমজান মাস ৩০ দিনে হবে। সে ক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ করে আগামী রবিবার উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
স্থানীয় গণমাধ্যমে এমন খবর এসেছে। খবরে বলা হয়, আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই ঘোষণা দেন।
এদিকে করোনাভাইরাসের কারণে আমিরাতের ঈদের জামাত হবে না। তাছাড়া, জনসাধারণকে ঈদে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Drop your comments: