সংযুক্ত আরব আমিরাতে মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার রাতে দেশটির শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আরব আমিরাতের মীরসরাই সমিতি।
এসময় সংবর্ধিত ও প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় উন্নয়নের লক্ষ্যে সকলকে শ্রেণি বৈষম্য ভুলে একসঙ্গে কাজ করার আহবান জানান।
আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেন, সংযুক্ত আরব আমিরাতের মীরসরাই সমিতির কোনো দলীয় সংগঠন নয়। এটি মীরসরাইয়ের সর্বস্তরের মানুষের সংগঠন। এখান থেকে সবাইকে একযোগ কাজ করতে হবে। নিজেদের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অঞ্চলকে এগিয়ে দিতে হবে।
‘হাসপাতাল বন্ধু’ খ্যাত সাবেক এই উপজেলা চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় না থেকেও গণমানুষের পাশে রয়েছি। মানুষের সুখে দুঃখের সাথী হিসেবে আমি প্রমাণ করার চেষ্টা করেছি, ক্ষমতা ছাড়াও মানুষের পাশে থাকা যায়। আগে যেভাবে মানুষের পাশে ছিলাম, আগামীতেও একইভাবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো।’
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আমিরাতের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক মনসুর সবুর, মীরসরাই সমিতির উপদেষ্টা নুরুল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।