সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রবাসী মায়েদের আয়োজনে শিশুদের জন্য আয়োজন করা হয় দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর অনুষ্ঠান।
গতকাল (১৫ জুলাই) বৃহস্পতিবার আজমানের স্পাইসি হাউজ রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ এই আয়োজনে প্রবাসী শিশুদের জন্য ছিল কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, বাংলা কবিতা, কৌতুক, নাচ-গান ও মা-শিশুদের খেলার প্রতিযোগিতা।
মম এন্ড কিডস গ্রুপের এডমিন সীমা শাফিক ও কামরুন নেসার নেতৃত্বে ও গাজী সালমার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর মেহনাজ ফারযানা ও ইশিকা। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফার সুলতানা, মাহফুজা পারভীন, সেলিনা ভূইয়া, পুস্পা ইসলাম, সনি কুরেশি, নাজিমা নাইম, মাহবুবা ও মুনিফা।
এসময় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে এস.এইচ ফ্যাশন, আল বুরাক গার্মেন্টস ও হাবিবুর রহমান এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রবাসী শিশুদের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরা ও চর্চার লক্ষ্যেই তাদের এই আয়োজন। শিশুদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব তুলে ধরে তারা বলেন, প্রত্যেক শিশুদের কাছে মা প্রথম খেলার সাথী, তাই শিশুদের সময় দেওয়া জরুরি।
দেশীয় খাবারের মাধ্যমে ব্যাতিক্রমি আয়োজনের সমাপ্ত হয়।