
সংযুক্ত আরব আমিরাতে মানবতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে হাটহাজারী সমিতি। সেই লক্ষ্যে শারজায় হাটহাজারীর প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন হাটহাজারী সমিতির প্রতিষ্টাতা সভাপতি নজরুল হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা ছিলেন নাসির উদ্দিন চৌধুরী ।
প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় মাওলানা নাছির উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়৷ উদ্বোধনী বক্তা জামাল উদ্দিনসহ বক্তারা তাদের বক্তব্যে সমিতির আদ্যপান্থ তুলে ধরেন। কেন সংস্কারের প্রয়োজন হয়েছে তা তুলে ধরে বক্তারা বলেন, সমিতি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটায় আমাদের আবার এই সংস্কার ও পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে।
বক্তারা সবার কাছে সহযোগিতা চেয়ে বলেন, আশাকরি ঐক্যবদ্ধ হাটহাজারীবাসী নতুনভাবে সমিতিকে সাজাবে৷ পাশাপাশি বক্তারা অন্যদেরকে এউ সমিতির নাম ও লোগো ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি আই পি জসিম উদ্দিন তালুকদার, মীর মহিউদ্দিন মিন্টু, মামুনুর রশিদ , মাওলানা হাবিবুল্লাহ,নাছির হিজাজি, সিরাজুদ্দৌলার ,ইজাজ আহমেদ সি আই পি ইমরান খান (সজিব), আজিজুর রহমান খসরু, মোহাম্মদ শাহজাহান, মাহবুবুল আলম, নাছির উদ্দিন খোকন ,শহিদুল্লাহ বাবর, আরিফুল ইসলাম আজম, অনুষ্টানে আমিরাতের প্রত্যক প্রদেশ থেকে যথাক্রমে আবুধাবি থেকে মোহাম্মদ রিয়াদ, দুবাই থেকে শহিদুল হক, শারজাহ থেকে জামাল উদ্দিন,আজমান থেকে তাজুল ইসলাম রাস আল খাইমা থেকে কামাল উদ্দিন ও মমতাজ, ফুজাইরা থেকে দিদারুল আলম, উম্মল কুয়াইন থেকে ,ফুরকান বক্তব্য রাখেন, তাছাড়া হাটহাজারীর প্রত্যাক ইউনিয়ন কে গুরুত্ব দিয়ে কমপক্ষে একজন করে বক্তব্য দেন যথাক্রমে ফরহাদাবাদ থেকে শাহাদাত হোসেন রনি, ধলই থেকে সাইফুল্লাহ চৌধুরী ,মির্জাপুর থেকে জি এম সাইফুল, গোমানবদ্দন থেকে এনামুল হক ফোরকান , নাংগলমোড়া থেকে গিয়াসউদ্দিন মাহমুদ , চিপাতলি থেকে সাংবাদিক ইশতেয়াক ,পৌরসভা থেকে গাজী নিজাম, মেখল থেকে মোহাম্মদ দিদারুল আলম, চিকনদন্ডি থেকে ব্যাংকার ইলিয়াস , গড়দোয়ারার আব্দুল সাত্তার, উত্তর মাদার্শা থেকে মোহাম্মদ আজম খান, মধ্যম মাদার্শা থেকে ফয়সাল, দক্ষিন মাদার্শা থেকে মোহাম্মদ রুকন উদ্দিন , শিকারপুর থেকে মোহাম্মদ আসিফ, বুড়িশ্চর থেকে মাসুদ জুয়েল বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় আরো উপস্তিত ছিলেন সমিতির জন্মলগ্ন থেকে কাজ করা মোহাম্মদ জবুরুল আলম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মোরশেদ, দিদারুল আলম ,বাবু উত্তম কোমা দে উদ্দোক্তা সদস্য নোমান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ সিরাজ, গুমান মর্দন প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ওয়াসিম চৌধুরী, কাসেম তালুকদার, মোহাম্মদ আলাউদ্দিন, তৌহিদুল আলম, তৈয়ব আলম, মোহাম্মদ হাসেম উদ্দিন, মোহাম্মদ এসকান্দর গুমান মর্দন ও মির্জাপুর প্রবাসি পরিষদের নেতৃবৃন্দ সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্তিত ছিলেন। সব শেষে মাওলানা নাছির উদ্দিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে হাটহাজারী সমিতির সফলতা ও সদ্য প্রয়াত হাটহাজারীর কৃতি সন্তান মরহুম সেনা প্রধান লে:কর্নেল হারুন অর রশীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।