সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ নয়; চলমান আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন।
বৃহস্পতিবার দুবাইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিরাতের শ্রমিক ভিসা বন্ধ নেই। ভিসা প্রদান প্রক্রিয়া চলমান আছে। কিন্তু করোনায় সংযুক্ত আরব আমিরাতে চাকরির পরিমাণ কমে গেছে। যার ফলে অনেককে নিচ্ছে না। তবে খুব শিগগিরই এখানে চাকরির পরিমাণ বাড়বে। তখন আমাদের লোকজন নেবে।’
তিনি বলেন, ‘করোনায় সংযুক্ত আরব আমিরাতে লোক পাঠিয়েছি প্রায় দেড় লাখের মতো। সুতরাং শ্রমিক ভিসা প্রদানের বিষয়টি চলমান আছে।’
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের কারণে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক বাড়বে। সংযুক্ত আমিরাত প্রধানমন্ত্রীকে যে সম্মান দিয়েছে, যেভাবে গ্রহণ করেছে, তাতে আমাদের বিশ্বাস এই সফরের কারণে আরো বিভিন্ন রকম সম্পর্ক বৃদ্ধি পাবে।