সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর ফরিদপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শারজার ন্যাশনাল পার্কে ১২ই মার্চ এই আয়োজন করা হয়। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বৃহত্তর ফরিদপুরের লোকজন ছুটে আসেন বনভোজনে।
উৎসবমুখর পরিবেশে দুপুরে বনভোজনের উদ্বোধন করেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সমিতির নেতৃবৃন্দসহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
দিনভর নানা ক্রীড়ানুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীতে ব্যতিক্রমী সব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, ভাঙা ও রাজবাড়ীর প্রবাসীরা জড়ো হোন প্রথম বার্ষিক বনভোজনে। এ ছাড়াও প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী অনেকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
বনভোজনে সাধারণ সম্পাদক খোন্দকার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, শেখ ফরিদ, প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল, ইসমাইল গণি, হাজি শফিক, মুনশি কবির হোসেন, জুয়েল রানা লিটন, শফিকুল ইসলাম, মামুনুর রশীদ, হাসান জাকির শওকত মোল্লাহ, মাহবুবা সিদ্দীকা, মিজান সাইদ, তপন কুমার, বারেকুজ্জামান, মাসুম হাওলাদার, রায়হান, নজরুল খান প্রমুখ।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার ও র্যাফল ড্রর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।