মোহাম্মদ ইরফানুল ইসলামঃ সংযুক্ত আরব আমিরাত জুড়ে আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সালাতুল ইসতিষ্কা বা বৃষ্টির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন যায়েদ আল নাহিয়ানের নির্দেশক্রমে দেশব্যাপী অনুষ্ঠিতব্য এই নামাজে সকল নাগরিক অংশগ্রহণ করে আমিরাতে বৃষ্টি, আল্লাহর অনুকম্পা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
দুবাইয়ে ৮শ মসজিদ মুসাল্লাহ সহ আমিরাতের সকল মসজিদে জুমার নামাজের ১০ মিনিট আগে এই নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ইসলামিক রীতি অনুযায়ী রাসুল (সাঃ) এর সময় থেকে অনাবৃষ্টির সময় আল্লাহুর রহমত ও অনুকম্পা প্রার্থনা করে এই নামাজ পড়ার রেওয়াজ চালু আছে।
Drop your comments: