
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমিরাত বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার (১৫ই আগস্ট) সংগঠনের যুগ্ম আহবায়ক আবদুল ছালাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ রফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউ এ ই বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিরুল চৌধুরী এনাম, সদস্য প্রকৌশলী মাহে আলম,সদস্য উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা মাহমুদ।
আরও বক্তব্য রাখেন, শামসুন্নাহার স্বপ্না, জাহাঙ্গীর আলম রুপু, শহীদুল ইসলাম নুর হোসেন সুমন, জামাল উদদীন, করিমুল হক, নীল রতন দাস,শাহাদাত হোসেন সুমন, এস এম এরশাদুল আলম,মজিবুল হক মন্জু, রফিক চেয়ারম্যান, যুবদল নেতা আহাদ সরকার, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে আবদুল ছালাম তালুকদার বলেন, গনতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। গনতন্ত্র রক্ষায় তাঁর আপোষহীন ভুমিকা দেশবাসীর কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।