
সংযুক্ত আরব আমিরাতে বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ আরব আমিরাত শাখার উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন করা হয়েছে।
মৌলানা মোহাম্মদ আবু সালেহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্করের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। আনোয়ার পারভেজের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, ব্যবসায়ী কায়সার হামিদ সেলিম, বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ইর সভাপতি শিবলী আল সাদিক, প্রধান উপদেষ্টা হাফেজ আকবর হোসাইন।
বক্তারা রাসুল (সাঃ) এর আদর্শে জীবন পরিচালনা করার বিষয়ে আলোচনা করেন৷ সবাইকে নবীর সুন্নতকে ভালোবাসার আহ্বান জানান৷
আরও বক্তব্য রাখেন, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শাহীন তালুকদার, সেলিম উদ্দীন,সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক,সহ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন,নঈম উদ্দীন,উপদেষ্টা আবুল ফজল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল প্রমুখ।