সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়।
শুক্রবার (২৮ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান, প্রথম সচিব রফিকুল আমিন, কনসাল জেনারেলের সহধর্মিণী আবেদা হোসেন, প্রিন্সিপাল হাবিবুর রহমান, স্কুলের সভাপতি তাজ উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
নতুন বই হাতে পেয়ে খুশির জোয়ারে ভাসতে দেখা যায় শিক্ষার্থীদের। বই উৎসবে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।