‘ঘাতকরা ইতিহাসের বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির পিতাকে হত্যা করেছে। ইতিহাসের দ্বিতীয় কোন দেশ নেই যেখানে তারা তাদের জাতির পিতাকে হত্যা করেছে। বিশ্বের দেশে দেশে জাতির পিতা রয়েছে। নিজ নিজ জাতির পিতাকে কেউ অস্বীকার করে না। কিন্তু ব্যাতিক্রম শুধু বাংলাদেশ! ১৯৭১ সালের পরাজিত ঘুষ্ঠিরা জাতির পিতাকে মানতে চায় না। এরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। তবে আজ বিশ্বব্যাপী যেভাবে শোক দিবস পালিত হচ্ছে তাতে করে প্রমাণ হয় হত্যা করে কোন আদর্শকে শেষ করা যায় না। বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের আগে ও পরে যেভাবে ভালোবাসতো আজই একই রকম ভালোবাসে।’
বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুবাই রেডিসন ব্লু হোটেল হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিজনেস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুলসহ অন্যান্যরা।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী করতে সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেসকল উন্নয়ন করে যাচ্ছেব তার বুনিয়াদ বঙ্গবন্ধুর হাতে গড়া। বঙ্গবন্ধু শিল্প ও কৃষির সম্মলিত শিল্পায়ন গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। বিশ্বের বিভিন্ন দেশে আজ প্রবাসীরা সফলতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ‘
করোনাকালীন সময়ে প্রবাসীদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীরা বপেন, মধ্যপ্রাচ্যসহ সবজায়গায় দক্ষ শ্রমিক পাঠাতে হবে। বাংলাদেশের কর্মীদের চাহিদা রয়েছে বলেও জানান।