সংযুক্ত আরব আমিরাতে পাঁচ দেশের পাঁচজন ফটো ও ভিডিওগ্রাফারের ছবিও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
২২ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন দুবাই সংস্কৃতির নির্বাহী সাইদ আল খারবাশ। উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, স্মার্ট দুবাইর মহা পরিচালক ডাঃ আয়শা বিন বশর, দুবাই কালচারের চারুকলা বিভাগের পরিচালক খালিদ আবদুল ওয়াহিদ প্রমুখ।
এই আয়োজনে বাংলাদেশের ফটোগ্রাফার দেশের প্রকৃতি, ভাস্কর্য, সংস্কৃতি তুলে ধরছেন।
পাঁচ দেশের ফটোগ্রাফাররা প্রত্যেকেই নিজ নিজ দেশের ফটো ও ভিডিও প্রদর্শনীতে ভৌগোলিক পরিমণ্ডল, রাজনৈতিক অবস্থান, সংস্কৃতির পরিচয় ফুটে তুলে ধরছেন।
এই প্রদর্শনীতে সুমন আহমেদ, পলাশ ভট্টাচার্য, মারজিয়া ফারহানা, শাহরিয়া শারমিন এবং মুনিম ওয়াসিফ অংশ নিচ্ছেন।
Drop your comments: