দেশের সব অর্জনের সাথে সম্পৃক্ত প্রবাসীরা। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে যেমন সমৃদ্ধিশালী করছেন তেমনি দেশের সৃষ্টি কৃষ্টি ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরছেন বিশ্ব দরবারে। যার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দেশের মতো করেই জাকজমক পূর্ণভাবে ইফতার ও দোয়া মাহফিল করেছে বহির্বিশ্বের প্রভাবশালী সামাজিক সংগঠন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবি।
গত ১৫ এপ্রিল শনিবার আবুধাবির আভিজাত্য হোটেল নভু হোটেলের বলরুমে বরিশাল বিভাগ কল্যান পরিষদ আবুধাবির সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার লুৎফর রহমান এবং আলহাজ্ব আকতার হোসাইন রাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবুজাফর।
এসময় প্রধান অতিথি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। পাশাপাশি আমিরাতে অবস্থানরত সকল বরিশালবাসী মিলে সম্মিলিত যে আয়োজন করেছেন তার জন্য তিনি বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ প্রদান করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিশেষ পরামর্শ দেন। এছাড়াও তিনি বিশ্ব দুর্যোগ মোকাবেলা ও শক্তিশালী বাংলাদেশ গঠনে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
ইফতার ও দোয়া মাগফিলে বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, আল হারামাইন ও এন আর বি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সি আই পি), রাষ্ট্রদূত পত্নী সালমা জাফর, বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএই’র এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাজা মল্লিক, ব্যবসায়ী আইয়ুব আলী বাবুল, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, বিশিষ্ট কমিউনিটি নেতা কাজী মুহাম্মদ আলী, বিডিউস এর সভাপতি প্রকৌশলী আশিষ কুমার বড়ুয়া, জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ কামরজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার মুহাম্মদ আবদুল্লাহ হোসাইন ও মুহাম্মদ শফিউল্লাহ, আলহজ্ব দিদারুল আলম, রোমান আফতাব, ইঞ্জিনিয়ার উত্তম কুমার হাওলাদার, আবুধাবির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদ আমিন, মুহাম্মদ আলী চৌধুরী, মুহাম্মদ সিফাত উল্লাহ, মুহাম্মদ ফিরোজ, আবু তালেব, বাদল সিকদার, আবুল কাসেম তুহিন, অর্থ সম্পাদক আবুল ফারুক চৌধুরী, মুহাম্মদ ফিরোজ খান, মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ শামসুদ্দিন গিয়াস সহ আরও অনেকে।
এছাড়াও বরিশাল বিভাগ কল্যান পরিষদের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ সহ গুরুত্বপূর্ণ সম্পাদক ও সদস্য মন্ডলী, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে নভু হোটেলের বলরুম ছিল কানাই কানাই পূর্ণ, কোথাও ছিলনা তিল ধারনের ঠাই।
পবিত্র কুরআন থেকে তেলোওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যান পরিষদ আবুধাবির প্রধান উপোদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বরিশাল সহ দেশের মানুষের তথা মানবাতার কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে, আর যেটি করে যাচ্ছে বরিশাল বিভাগ কল্যান পরিষদ। পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সবশেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন।