পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করাই ইসলামের মূল আবেদন। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সৎ চরিত্রবান হতে হবে৷ সৎ ও চরিত্রবান হতে হলে নিয়মিত নামাজ পড়তে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর উপল নাজিলকৃত মহাগ্রন্থ কুরআনের শিক্ষা বাধ্যতামূলক। কুরআন থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ার পাশাপাশি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের শিক্ষা ছাড়া কিছুই সম্ভব না।
গতকাল রবিবার (১৫ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ একটি হল রুমে বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর উদ্যোগে প্রবাসী বাংলাদেশি শিশুদের নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আমিরাত সংবাদের সম্পাদক মুহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ নাজমুল হকের যৌথ সঞ্চালনায়, বাংলাদেশ বিজনেস ফোরাম-বিবিএফ সভাপতি কামাল হোসাইন খান সুমনের সার্বিক তত্বাবধানে ও তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা ২০২৩ আয়োজক কমিটির আহবায়ক ইব্রাহীম ওসমান আফলাতুন সি আই পি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন, প্রধান আলোচক ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীয়া কাউন্সিল চেয়ারম্যান ও জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবাইদুল্যাহ হামজা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আয়োজক কমিটির সদস্য সচিব জাফর চৌধুরী। বিশেষ ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক এম এ সবুর চৌধুরী ও বাংলাদেশ সমিতি শারজাহর সভাপতি আলহাজ্ব এম এ বাশার।
আরোও বক্তব্য রাখেন, কাজী ইসমাইল, জসিম উদ্দিন মল্লিক সি আই পি, সবুজ হাসান, জাহেদ হাসান, বুলবুল আহমেদ মুকুল, শাফায়েত উল্যাহ শিকদার, মুনসুর খলিল, আবদুস সাত্তার ও মোহাম্মদ আলী মাহমুদ প্রমুখ।
তেলাওয়াতে কুরআন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন ইয়াহিয়া মাহমুদ,, দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে মিকাদ মাহমুদ মাসুদ ও আহমদ হাসান৷
জুনিয়র গ্রুপে প্রথম হয়েছেন যৌথভাবে সাদিয়া আল কুবরাজি ও সাফা কামাল , দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে ইসহাক মাহমুদ ও ফাতেমা মোবারক।
উল্লেখ্য, ৩০ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে দেড় শতাধিক বাংলাদেশি প্রবাসী শিশুরা প্রতিযোগিতায় অংশ নেন৷