সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে আগামী ১৪, ১৫ ও ১৬ অক্টোবর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রবাসী উৎসব’। ১৪ অক্টোবর এক্সপো সেন্টার শারজায় এই প্রবাসী উৎসবের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন। প্রতিদিন সকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নানা অনুষ্ঠানমালায় সাজানো হবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবাসী উৎসবে থাকছে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশ আসে প্রবাসী আয় থেকে। এই আয় বহুগুনে বাড়ানোর প্রত্যয়ে “আইডিয়া গ্যালারী” দীর্ঘ পাঁচ বছর “রেমিটার্স ফেস্টিভল বা “প্রবাসী উৎসব” শিরোনামে তিন দিনের ইভেন্ট আয়োজন করে আসছে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা এবং রেমিট্যান্স কিভাবে বাড়ানো যায় তার পথ খোঁজা।’
২০১৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে মূলত অংশ গ্রহন করে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, কমিউনিটি এসোসিয়েশন। বিগত চারটি ইভেন্টে সরকারের বিভিন্ন মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার এসোসিয়েশনের চেয়ারম্যানসহ অনেক ব্যাংকার যোগ দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ২০ টির অধিক ব্যাংক এই উৎসবে যোগ দেবে। প্রবাসী প্রতিনিধি, এক্সচেঞ্জ হাউজ এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের নিয়ে থাকবে আলোচনা সভা।
আয়োজকরা আরো জানান, ‘অক্টোবরের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠানের রেমিট্যান্স পার্টনার আল ফারদান এক্সচেঞ্জের মাধ্যমে যারা দেশে টাকা পাঠাবেন তাদের জন্য উপহার রয়েছে। মেলাতে টাকা পাঠানোর রশিদ নিয়ে আসলেই মিলবে বিশেষ পুরস্কার। মেলা থেকে যে কেউ টাকা পাঠাতে পারবেন। র্যাফেল ড্রতে দর্শকদের জন্য আছে গোল্ডসেন্ডস হোটেল এন্ড রিসোর্টের সৌজন্যে কুয়াকাটায় পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার। এছাড়া রয়েছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, শাড়ী পড়া নিয়ে মহিলা সমিতির বিশেষ ফ্যাশন শো, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন, বাংলাদেশের’পাওয়ার ভয়েজ’ খ্যাত গায়িকা বেলি আফরোজ, রেখা, সাবিনা, জাবেদ, রাসেলসহ অনেকে।