নিজস্ব প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে কর্মদিবসে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার৷ আজ এক বিজ্ঞপ্তিতে নতুন কর্মদিবসের ঘোষণা দেওয়া হয়৷ এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্র-শনির পরিবর্তে শনি-রবি করা হয়া হয়েছে।
নতুন এই ঘোষণা অনুযায়ী সপ্তাহে সাড়ে ৪ দিন কর্মদিবস রাখা হয়েছে যা পূর্বে ছিল ৫ দিন৷ বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার পূর্বে ছুটি থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার হাফ কর্মদিবস। শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত কর্মদিবস।
এদিকে শুক্রবারের জুমার নামাজের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ১২ টা ১৫ মিনিটের পরিবর্তে ১ টা ১৫ মিনিটে জুমার নামাজ শুরু হবে।
নতুন কর্মদিবস ও জুমার নামাজের সময় কার্যকর হবে ২০২২ এর পহেলা জানুয়ারি।