নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৪০ হাজার মানুষের শীরের করোনা টেস্টের পর ৩৮৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ১জন মৃত্যুবরণ করেছেন ও ৩৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শনিবার (২৭ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৭৩৬০ জন, মৃত্যুবরণ করেছেন ৩১১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৫৮৩৪ জন।
এদিকে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলো আমিরাত সরকার। এর মধ্যদিয়ে নাগরিকদের চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার এক ঘোষণায় বলা হয় দেশটিতে চলতি জীবাণুনাশক স্প্রে কর্মসূচির কারণে দুবাইতে রাত ১১ টা থেকে সকাল ৬টা ও অন্যান্য স্টেটে (অন্যান্য আমিরাতে) রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। ফলে দেশটিতে বসবাসরত সকল নাগরিকের বাহিরে চলাচলের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।
আবুধাবিতে প্রবেশের বেলায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবে আবুধাবি থেকে বাহিরে যাওয়া যাবে।
ঘোষণাতে বলে হয়েছে সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যবহার করে সবাইকে চলাচলের আহ্বান জানানো হয়। মাস্ক ব্যবহার না করলে কিংবা আমিরাতের নির্দিষ্ট করোনা কালীন আইন অমান্য করলে জেল ও জরিমানা মুখোমুখি হতে হবে।
Drop your comments: