নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৩৮ হাজার মানুষের শীরের করোনা টেস্টের পর ৩৪৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ২জন মৃত্যুবরণ করেছেন ও ৭৩২জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার (১৬জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪২৯৮২জন, মৃত্যুবরণ করেছেন ২৯৩জন ও সুস্থ হয়ে উঠেছেন ২৮৮৬১জন।
সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণের চেয়ে গত দুই সপ্তাহ থেকে সুস্থতার সংখ্যাই বেশি। এছাড়া মৃত্যুর হার কমে এসেছে। বাণিজ্য নগরী দুবাইতে ইতোমধ্যে কর্মস্থলে শতভাগ জনসমাগমের অনুমতি দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী মাস্ক, গ্লাভসসহ যাবতীয় আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Drop your comments: