
নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৪০ হাজার মানুষের শীরের করোনা টেস্টের পর ৩৪২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ২জন মৃত্যুবরণ করেছেন ও ৬৬৭জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (১৫জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪২৬৩৬ জন, মৃত্যুবরণ করেছেন ২৯১জন ও সুস্থ হয়ে উঠেছেন ২৮১২৯ জন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আবুধাবি, আল আইন ও আল ধাফরায় যাওয়া-আসায় ২ জুন থেকে নিষেধাজ্ঞা চলছে। আজ আবারও উক্ত নিষেধাজ্ঞা এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।
এসময় জরুরি প্রয়োজনে আসা-যাওয়া করা যাবে তবে সেজন্য পূর্বে অনলাইনের মাধ্যমে অনুমতি নিতে হবে। আবুধাবির প্রবেশপথে পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে। সেখান থেকে মোবাইল থেকে অনুমতি আছে কি না তা দেখা হবে।