সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনাস্থল ও আশেপাশে জমায়েত করলে ১ হাজার দিরহাম জরিমানা করা হবে।
আজ এক বিজ্ঞপ্তিতে দেশটির প্রশাসন জানিয়েছে, আমিরাতের আইনে দুর্ঘটনাস্থলে ভীড় করা অপরাধ। এতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স এবং উদ্ধার কাজে কর্মরত ব্যক্তিদের কাজে বিপত্তি ঘটায়।
দুর্ঘটনাস্থলে দ্রুত সেবা প্রদান করার লক্ষ্যেই এই আইন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজে সহযোগিতার জন্য এহেন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।