বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বাংলাদেশি দলালদের হাত থেকে তিন নারীকে উদ্বার করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান টেলিফোনের মাধ্যমে তিন নারীর সংবাদ পেয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহায়তায় এই তিন নারীকে উদ্ধারে উদ্যোগ নেন।
উদ্বারকৃত নারীরা জানান, “বাংলাদেশি দালাল আজিমের মাধ্যমে ৫০ হাজার টাকা বেতনে কাজের উদ্দেশ্যে এখানে আসেন। দালাল আজিম তাদেরকে ৪০ হাজার টাকা অগ্রীম পর্যন্ত দিয়ে দেয়। নাজিমের মাধমে আলমগীর নামের আরেকজন দালালের সাথে এখানে পরিচয় হয়। দু’জনে মিলে আমাদেরকে অনৈতিক কাজে বাধ্য করে।”
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র দপ্তর সম্পাদক ইশতিয়াক আসিফ জানিয়েছেন, কনসাল জেনারেল ইকবাল হোসেন খানের সার্বিক সহযোগিতায় ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের তৎপরতায় তিন নারী উদ্ধার করা সম্ভব হয়েছে।